সমঝোতা হলে সব সম্ভব: সিইসি

Tweet

cecদৈনন্দিন ডেস্ক:
রাজনৈতিক সমঝোতা হলে সবকিছু সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
দুদলের মধ্যে সমঝোতা হলে তফসিল পরিবর্তনের আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের  এ কথা জানান সিইসি। দশম সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর সোমবার রাতে তিনি এমন ইঙ্গিত দিলেন।
তফসিল পরিবর্তনের কোনো সুযোগ রয়েছে কি না- সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন,“আমরা ও দেশের জনগণ চাই দুদলের মধ্যে সমঝোতা হোক। যদি সমঝোতা না হয় তারপরেও নির্বাচন  নির্ধারিত সময়েই হবে। আর যদি দু দল তাদের অবস্থান থেকে সমঝোতায় আসে তাহলে সবকিছুই করা সম্ভব।” সিইসি দু’রাজনৈতিক দলের উদ্দেশে বলেন,“আপনারা এগিয়ে আসুন। সমঝোতা করুন,এখনো সময় আছে একটি সিদ্ধান্তে আসুন।”

Leave a Reply