টেকনাফে টাস্কফোর্স ও গাছ চোরের সংঘর্ষ-ফাঁকা গুলি বর্ষণ, ৮শ’ ঘনফুট কাঠ উদ্ধার

Tweet

আবদুল্লাহ মনির, টেকনাফ :
টেকনাফ হোয়াইক্যং কাঞ্জরপাড়া পাহাড়ী এলাকায় টাস্কফোর্স   ও গাছ চোরের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। চোরাই কাঠ উদ্ধারে গিয়ে এ ঘটনার ঘটেছে। তবে এ সময় ৮শ’ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার  করে যৌথ বাহিনী। ১৫ জানুয়ারী বুধবার দুপুরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল করিমের নেতৃত্বে বনবিভাগ, বিজিবি ও পুলিশের যৌথটিম হোয়াইক্যং কাঞ্জরপাড়া পাহাড়ের আশপাশ্ব এলাকায় অভিযানে গেলে ওই এলাকার শুক্কুরের ছেলে মনি আলম, বদি আলম, জিয়াবুল ও শাহজাহানের নেতৃত্বে শতাধিক গাছ চোর তাদের প্রতিরোধ সৃষ্টি করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে কাঠ চোররা পিছু হটে যায়। পরে টাস্কফোর্স  আশপাশ্ব এলাকায় অভিযান পরিচালনা করে ৮শ ঘনফুট সামাজিক বনায়নের চোরই কাঠ উদ্ধার করেছে বলে জানিয়েছেন।
এদিকে বনবিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম জানান, দ্বীর্ঘদিন ধরে শুক্কুরের পরিবার পাহাড়ে সামাজিক বনায়নের গাছ কর্তন করে আসছে। বুধবার ফের গাছ কর্তনের সংবাদে বিজিবি ও পুলিশকে সাথে নিয়ে অভিযানে গেলে এ সমস্যা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এ অভিযানে সন্ধা নাগাদ প্রায় ৮শ’ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে তবে কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।

Leave a Reply