দুই সন্তান নিতে পারবে চীনা দম্পতিরা
দৈনন্দিন ডেস্ক:
চীনে এক সন্তাননীতি শিথিলের আইনটি অনুমোদন করেছে দেশটির নীতিনির্ধারকরা। এরফলে এখন দেশটির দম্পতিরা এখন দুই সন্তান নিতে পারবেন। যেসব দম্পতিরা তাদের বাবা-মা’র একমাত্র সন্তান তারা এই নতুন আইনের আওতাভুক্ত হবেন।
গত নভেম্বর মাসে এক সন্তাননীতি শিথিলের বিষয়টি চীনে সংসদে গৃহীত হয়। জনসংখ্যা বিস্ফোরণের কারণে ১৯৭০ সালে চীনে এক সন্তাননীতি আইন জারি করা হয়।
কিন্তু ধীরে ধীরে এই আইনটির গ্রহণযোগ্যতা কমতে থাকে। তুলনামুলকভাবে দেশটির বয়স্কদের সংখ্যা বাড়তে থাকে। এর প্রভাব পড়ে দেশটির জনসংখ্যার কর্মক্ষমতার ওপর।
২০৫০ সাল নাগাদ দেশটির ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা হবে প্রায় এক-চতুর্থাংশ।