রনির ‘গুডবাই’

Tweet

golam mola ronyদৈনন্দিন ডেস্ক:
মনোনয়নপত্র জমা দেননি তিনি। তাই এবার আর নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীর বেশে দেখা যাবে না তাকে।
এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের সদরপুর-চরভদ্রাসন আসন থেকে মনোনয়ন চেয়ে তিনি মনোনয়ন পান পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে। ওই আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন রনি।
সাংবাদিক পেটানো মামলায় কারাভোগের পর রনি বলেছিলেন, নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রমাণ দেবেন আসলে কতটা জনপ্রিয় তিনি। কিন্তু সেই চ্যালেঞ্জ থেকে সরে এলেন রনি। গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন গেলেও কোনো মনোনয়নপত্র জমা পড়েনি তার নামে।
মনোনয়ন জমা না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে একটি জাতীয় দৈনিককে রনি বলেন, “দল থেকে যে নির্বাচন করবো না তা আগেই জানিয়েছি। এ কারণে দলীয় কোনো মনোনয়ন ফরমও নেইনি। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। কারণ এর আগে বেশ কয়েকবার আমার ফেসবুক স্ট্যাটাসে আমি লিখেছি যে, লেভেল প্লেয়িং ফিল্ড, অবাধ ও সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে আমি অংশ নেবো না।”

Leave a Reply