‘ইসলাম নিষিদ্ধ করেনি অ্যাঙ্গোলা’

Tweet

দৈনন্দিন ডেস্ক:
ইসলাম নিষিদ্ধ করা এবং দেশের ভেতরের মসজিদ বন্ধ করে দেয়ার অভিযোগ অস্বীকার করেছে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। সেখানে ইসলাম নিষিদ্ধ করা হয়েছে বলে খবর প্রকাশের পর সারা মুসলিম বিশ্বে ক্ষোভ দানা বাঁধার প্রেক্ষিতে মঙ্গলবার অ্যাঙ্গোলা সরকার বিষয়টি অস্বীকার করেছে। অ্যাঙ্গোলার সংস্কৃতি মন্ত্রণালয়ের অংশ বলে বিবেচিত ন্যাশনাল ইন্সটিটিউট ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের পরিচালক ম্যানুয়েল ফার্নান্ডো বলেছেন, ইসলাম বা অন্য কোন ধর্মের বিরুদ্ধে অ্যাঙ্গোলাতে কোন ধরনের যুদ্ধ ঘোষণা করা হয়নি। মঙ্গলবার তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, কোন ধর্মের উপাসনালয় ধ্বংস বা বন্ধ করে দেয়ার ব্যাপারে সরকারের কোন অবস্থান নেই। তবে সরকারের এ ধরনের বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন অ্যাঙ্গোলার লোকাল মুসলিমের এক মুখপাত্র ডেভিড জা। তিনি বলেছেন, ইতিমধ্যেই বেশ কিছু মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। তবে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে ভূমির মালিকানা, ভবনের নিবন্ধন বা অন্যান্য সরকারি নথিপত্র না থাকায় কিছু মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। কারমোনা প্রদেশের একজন প্রত্যক্ষ দর্শী আল-জাজিরাকে বলেছেন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পশ্চিম এবং উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসী সমপ্রদায়ই বিতর্কিত স্থানে বেশ কিছু মসজিদ নির্মাণ করেছিলেন। সেই সব মসজিদই বন্ধ করে দেয়া হয়েছে। আহমেদ ওউদ নামের ওই ব্যক্তি বলেছেন গত কয়েক মাসে বেশ কিছু মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে এবং আরও বেশ কিছু মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে একথা সত্য। তবে এসব মসজিদের বেশির ভাগই নির্মাণ করা হয়েছে সরকারের অনুমতি ছাড়া। কোন সমস্যা ছাড়া দুটি অনুমোদিত মসজিদ এখনও বহাল রয়েছে। তিনি বলেন ইসলাম নিষিদ্ধ করা বা মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ করার কোন সরকারি সিদ্ধান্তের কথা আমি শুনিনি।

Leave a Reply