ডিএনএ টেস্টে দম্পতি হলো ভাই-বোন!

Tweet

bra & sis weddingদৈনন্দিন ডেস্ক:
ডিএনএ টেস্টে মা খুঁজে পান সন্তানকে। অথবা হারিয়ে যাওয়া ভাই ফিরে আসে বোনের কাছে। এ তো আকছারই শোনা যায়। কিন্তু ডিএনএ টেস্টে প্রমাণিত হলো স্বামী-স্ত্রী আদতে ভাই-বোন। ভালোবেসে সংসার করছেন বেশ কিছুদিন। কিন্তু জৈবিক সম্পর্কের বিচারে তারাই ভাই-বোন। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংজি প্রদেশে।
সুস্থ, সফল মাতৃত্বের আশায় নিজেদের ডিএনএ পরীক্ষা করাতে গিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু তাদের টেস্ট রিপোর্ট দেখে হতবাক ফুরং ফরেন্সিক সেন্টারের কর্মীরা। ওই দম্পতির ডিএনএ টেস্টে ৯৯ শতাংশ জিনগত মিল পাওয়া গিয়েছে। এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই দম্পতির গ্রামে। সবকিছু শুনে ওই মহিলার বাবা জানিয়েছেন এক গোপন সত্য। যা তিনি এতবছর ধরে চেপে রেখেছিলেন।
ছেলেটির মা-কে ভালোবাসতেন মেয়েটির বাবা। তাদেরই অবৈধ সন্তান মহিলার স্বামী। পরে তিনি মেয়েটির মা-কে বিয়ে করেন। সংসার শুরু করার পর তার অবৈধ ছেলে ও তার মায়ের সঙ্গে আর কোনও সম্পর্কই রাখেননি মেয়েটির বাবা। তাদের কোনো দায়িত্বও নিতে চাননি। ফলে দু’জনের মা আলাদা হলেও জিনগতভাবে বাবা একজনই। একই গ্রামে আলাদা পরিবারে বড় হওয়া ওই ছেলে মেয়ে দুটি পরে বিয়ে করেন। ছেলেটির মা ২০ বছর আগে মারা গিয়েছেন। ফলে সত্যি ঘটনাটা ওই দম্পতির বাবা ছাড়া আর কেউ জানতেন না। যদিও প্রতিবেশীরা তাদের চেহারার সাদৃশ্য নিয়ে মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করতেন। চলত হাসিঠাট্টা। কিন্তু এতদিন কেন তাদের বাবা এই সত্য প্রকাশ করেননি সে বিষয়ে কিছু জানা যায় নি। এমনকি নিজের অবৈধ ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে জেনেও কোনো আপত্তি করেননি। হয়তো লোকলজ্জার ভয়েই তিনি গোটা ব্যাপারটি চেপে যান। কিন্তু ধর্ম আর বাতাসের কলের আদি সম্পর্কের সত্যতা প্রমাণ করে ফের তা নড়ে উঠল প্রায় প্রায় তিন যুগ পরে।

Leave a Reply