বিন লাদেনকে নিয়ে সিনেমা

Tweet

Ladenবিনোদন ডেস্ক:
‘তেরে বিন লাদেন’ বানিয়ে ২০১০ সালে আলোড়ন তুলেছিলেন অভিশেক শর্মা। সে সময় ন্যাটো বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড ওসামা বিন লাদেন নিখোঁজ ছিলেন। এবার তার মৃত্যুর পর তিনিই বিন লাদেন হত্যাকাণ্ড নিয়ে তৈরি করতে যাচ্ছেন আরেকটি সিনেমা।
পাকিস্তানের অ্যাবোটাবাদ জেলায় বিন লাদেনের বাড়ির আদলে তৈরি করা হয়েছে মুভির সেট। সেখানেই তৈরি করা হবে এবারের লাদেনকে নিয়ে পরবর্তী ছবি। অ্যাবোটাবাদের বাড়িতে ২০১১ সালের ২ মে ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান চালানো হয়েছিল।
‘তেরে বিন লাদেন’ সিনেমার মতো নতুন সিনেমাও হবে স্যাটায়ারধর্মী। বলা হচ্ছে, নতুন সিনেমাটি আগের সিনেমার সিকুয়েল। এ সিনেমায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান উভয়কেই বাঁকা চোখে দেখা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক শর্মা। সিনেমা তৈরির আগে ব্যাপক গবেষণা করা হয়েছে। বিন লাদেনের গোপন আস্তানার পরিবেশ-পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটে।
মার্কিন বাহিনীর অভিযানে যে হেলিকপ্টার ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাও নানা প্রতিকূলতা সত্ত্বে মুভিতে আনা হবে। এ সিনেমায় বিন লাদেনের চরিত্রে অভিনয় করছেন প্রাধুমান সিং।

Leave a Reply