ইরানের নতুন সাবমেরিন

Tweet

Iran Submarineদৈনন্দিন ডেস্ক:
আগামী কয়েক মাসের মধ্যে ইরান নিজ বিশেষজ্ঞদের তৈরি নতুন ধরনের সাবমেরিন প্রদর্শন করবে। ইরানের একদল উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানান, ‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ইরান এই সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরি করবে এবং তা হবে সেমি-হেভি সাবমেরিন।
ইরানের নৌ বাহিনীর শিল্প-গবেষণা ও স্বনির্ভর-জিহাদ সংস্থার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলি গোলামজাদেহ বলেছেন, চলতি ফার্সি বছরের শেষের দিকে এই সাবমেরিন প্রদর্শন করা হবে। গোলামজাদেহ বলেছেন, ইরানের এইসব সাবমেরিনের মান সেইসব দেশের সাবমেরিনের চেয়েও উন্নত যে দেশগুলো এই শিল্পে ও বিশেষ করে, সেমি-হেভি সাবমেরিন নির্মাণ ও এমনকি সংস্কারের জন্যও আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করছে। ফতেহ, গাদির, কায়েম ও নাহাং- ইরানের নির্মিত কয়েকটি অত্যাধুনিক মডেলের সাবমেরিন।

Leave a Reply