সাতকানিয়ায় পুলিশ ফাঁড়িতে শিবিরের হামলা, কনস্টেবলের বুকে গুলি

Tweet

satkaniya policeবৃহত্তর চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীরা গুলি চালিয়েছে। পুলিশও পাল্টা গুলি চালায়।
হরতাল চলাকালে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোতপুকুরিয়া পুলিশ ফাঁড়িতে হামলা করে জামায়াত-শিবির কর্মীরা অতর্কিত গুলি চালায়। এতে পুলিশ কনস্টেবল ইকবাল বুকে গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এর এক পর্যায়ে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যায়। এতে পুলিশ কনস্টেবল ইকবাল বুকে গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এর এক পর্যায়ে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যায়।
ইকবালকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইলতুমিশ।
সাতকানিয়া থানার এএসআই মো.জাকির হোসেন বলেন, বুধবার সকাল সাতাকানিয়ে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তারা ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেও ব্যর্থ হয় তারা।

Leave a Reply