অধ্যক্ষ জসিম উদ্দিনকে পদোন্নতি লাভে ‘ন্যাশনাল কক্স উশু একাডেমির’ সংবর্ধনা

Tweet

P1030508ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজারের বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন মহেশখালী ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি লাভ করায় ‘ন্যাশনাল কক্স উশু একাডেমি’ সংবর্ধনা দিয়েছে।
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ সংবর্ধনা সভা এবং ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান গতকাল ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-সংবর্ধিত অতিথি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি মো: জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, কোষাধ্যক্ষ ফরাজি নুরুল আলম, ক্রিকেট সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, সদস্য জসিম উদ্দিন, আলী রেজা তসলিম, ন্যাশনাল কক্স উশু একাডেমির পরিচালক প্রখ্যাত উশুবিদ-প্রশিক্ষক মো: ছিদ্দিকুল ইসলাম, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির কক্সবাজারস্থ চেয়ারম্যান এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ, ক্রীড়া সংগঠক-জাতীয় ক্রীড়া ম্যাগাজিন ক্রীড়ালোক’র কক্সবাজার প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, ন্যাশনাল কক্স উশু একাডেমির কৃতি উশু খেলোয়াড় মোহাম্মদ হোসেন রুবেল, কৃতি খেলোয়াড় মোহাম্মদ আলমগীর হোসেন, কৃতি খেলোয়াড় নুরুল আবছার, উশু খেলোয়াড় ও সংবাদ কর্মী মো: আমান উল্লাহ, কক্স মিডিয়া অপারেটাস্ এসোসিয়েশনের সভাপতি মো: মীর মোশাররফ হোসেন, সংবাদ কর্মী রফিকুল ইসলাম সোহেল, ন্যাশনাল কক্স উশু একাডেমির খেলোয়াড় মোহাম্মদ করিম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আরিফ (মাকি), মো‏হাম্মদ মুন্না, মোহাম্মদ ইরফান, রোকসানা আক্তার, বৈশাখি পাল, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ নুর, আহমদ নুর, মোহাম্মদ জয়নাল, জেসমিন আক্তার রুবা, সানা উল্লাহ, মো: মামুন সিকদার ও ক্ষুদে আঁকিয়ে তাসনিয়া হাসান তাহি।
উল্লেখ্য যে, সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  অধ্যক্ষ জসিম উদ্দিন ‘উশুর’ উন্নয়নে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং ক্রীড়া উন্নয়নে সকলকে ভুমিকা রাখার আহবান জানান।

Leave a Reply