শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়

Tweet

srilanka wonস্পোর্টস ডেস্ক:
পকিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের দেয়া ২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪৯.৪ ওভার খেলে আট উইকেট হারিয়ে ২৩৫ রান তুলে নেয়। শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে লঙ্কানদের জয়ের ভিত্তি গড়ে দেয় বোলারাই। পাকিস্তানের বোলিংয়ের কড়া জবাব দিয়ে জয়ের দিকে এগোচ্ছিল ব্যাটম্যানরাও। কুশাল পেরেরা ও তিলকারত্মে দিলশান ওপেনিং জুটিতে করে ৭৫ রান। লঙ্কানরা সহজ জয় তুলে নেবে এমনটা মনে হলেও পেরেরা ব্যাক্তগত ৪৭ রান ও দিলশান ৪৫ রান করে দলিয় ১১৩ রানে মাথায় আউট হলে চাপে পড়ে দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। তবে দিনেশ চান্ডিমারের অপরাজিত ৬৪ ও অজান্তা মেন্ডিসের ১৯ রানে সুবাদে ২ উইকেটে জয পায শ্রীলঙ্কা। ৬৪ রানের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন দিনেশ চান্ডিমাল। পাকিস্তারের পক্ষে স্ের্বাচ্চ তিনটি উইকেট দখল করেছেন জুনায়েদ খান। টস জিতে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটাও হয়েছিল দারুণ। দালিয় ৩০ রানে আহমেদ শেহজাদ ইউট হলেও ফর্মে থাকা মোহাম্মদ হফিজের ব্যাট বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। কিস্তু লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রান করে পাকিস্তান অলআউট হয়ে যায় ৪৯.৩ ওভার খেলে। পাকিস্তানের পক্ষে স্ের্বাচ্চ ৫১ রান করেন মিসবাহ-উল-হক। লঙ্কানদের একাই চারটি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা।

Leave a Reply