যৌতুক হিসেবে ফেসবুকে ১ লাখ ‘লাইক’ দাবি হবু-শ্বশুরের!

Tweet

joutuk fbপ্রযুক্তি ডেস্ক:
ডিজিটাল যুগের ডিজিটাল-শ্বশুর বলা যেতে পারে ইয়েমেনের এক পাত্রীর পিতাকে। তাইজ শহরের কবি হিসেবে পরিচিত এ ব্যক্তির নাম সালিম আয়াশ। অদ্ভুত পন্থায় যৌতুক দাবি করেছেন তিনি। মেয়েকে তার ভবিষ্যত অর্থাৎ হবু-স্বামীর হাতে তুলে দিতে আপত্তি নেই হবু-শ্বশুরের। তবে, শর্ত একটাই! ওই বাড়ির জামাই-মর্যাদা পেতে শ্বশুরের ফেসবুক পেজের জন্য এক লাখ ‘লাইক’ যোগাড় করতে হবে। সুনির্দিষ্ট সংখ্যক লাইক পড়লেই, তিনি মেয়ের হাত তুলে দেবেন হবু-জামাইয়ের হাতে। তার আগে নয়। কারণ, সমস্যার আবর্তে জড়িয়ে থাকা ইয়েমেনে যৌতুক দেয়ার মতো অবস্থা বা সামর্থ্য আর কারও অবশিষ্ট নেই। তাই আয়াশ একটু অন্যভাবেই তার যৌতুকের আবদারের কথা প্রকাশ করেছেন। এরই মধ্যে লাইক পেতে তোড়জোড় শুরু করে দিয়েছেন হবু-জামাই। যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন তিনি। সম্প্রতি ফেসবুকে হবু-শ্বশুরের জন্য একটি পেইজ চালু করেছেন। এ পর্যন্ত তাতে লাইক পড়েছে ৩০ হাজারটি। আয়াশ অবশ্য বলেছেন, হবু-জামাই ১ মাস, ১ বছর বা এমনকি ২ বছর পর্যন্ত সময়ও নিতে পারেন ১ লাখ লাইক পাওয়ার জন্য। যদি হবু-জামাই পরিশ্রম করে হবু-শ্বশুরের মন জয় করতে পারেন, সেক্ষেত্রে খুশি হয়েই তিনি মেয়েকে তার হাতে তুলে দেবেন।

Leave a Reply