মিয়ানমারে বিজিবি-লুন্ঠিং পতাকা বৈঠক আজ

Tweet

স্টাফ রিপোর্টার, টেকনাফ :
আজ বুধবার বাংলাদেশ-মিয়ানমারে সেক্টর পর্যায়ে বিজিবি-লুন্ঠিং বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মিয়ানমার মংডু এক্সিট এন্ড এন্ট্রি পয়েন্টে এ বৈঠক শুরু হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ নজরুল ইসলাম ও বান্দরবন সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ হাফিজের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানিয়েছেন, টেকনাফ ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ। আজ সকাল সাড়ে ৮টায় টেকনাফ বিওপি চৌকির জেটি দিয়ে উক্ত প্রতিনিধি দল মিয়ানমার উদ্দেশ্যে রওয়ানা করবেন।
বৈঠক শেষে মিয়ানমার থেকে ফিরে বিকালে টেকনাফ বিওপি চৌকির কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ মিলিত হবেন তিনি জানান।

Leave a Reply