শ্রমিক নেতা সেলিম’র মনোনয়নপত্র জমাদানের খবরে তোলপাড়

Tweet

কক্সবাজার সদর-রামু আসন
mp salimজাহাঙ্গীর বাঙ্গালী, ঈদগাঁও:
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক নেতা সেলিম আকবর কক্সবাজার সদর-রামু আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন গত ২ নভেম্বর সোমবার। তার মনোনয়ন পত্র জমার সংবাদ মুহুর্তেই জেলা ভিত্তিক অনলাইন সংবাদপত্র ও পরদিন প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে তার পৈত্রিক এলাকা বৃহত্তর ঈদগাঁও-এর পাশাপাশি পুরো সংসদীয় এলাকার ভোটারদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়। সচেতন লোকজনকে তার প্রার্থীতা ও সম্ভাবনা নিয়ে নানা মন্তব্য করতে শোনা যায়। প্রধান বিরোধী জোট বিএনপি-জামায়াত বিহীন আসন্ন নির্বাচনে সরকার দলীয় আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক। মহিলা প্রার্থী হিসাবে তাকে নিয়ে আলোচনা হলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিশিষ্ট শ্রমিক নেতা সেলিম আকবরের প্রার্থীতার খবরে মাঠে-ময়দানে তোলপাড় সৃষ্টি করেছে।
এদিকে তরুণ এ প্রার্থীর সাথে কথা হলে সে জানায় বিরোধী জোটবিহীন এ নির্বাচন যদি সরকার সুষ্টভাবে সম্পন্ন করতে পারে তা হলে সে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ অতীতের নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে জনগণ কাংখিত উন্নয়ন সেবা পায়নি। সে এ ব্যাপারে সংসদীয় এলাকার সর্বস্তরের ভোটাদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য, এ দু’জন ছাড়া বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আরোও ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Leave a Reply