ব্যাডমিন্টনের বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০১

Tweet

badmintonস্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে ব্যাডমিন্টন খেলা জনপ্রিয় হলেও বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান ১০১। র‌্যাঙ্কিংয়ে ওঠার জন্য খেলোয়াড়দের ব্যক্তিগত র‌্যাংকিংয়ের বিকল্প নেই। তবে, বাংলাদেশের শাটলারররা সেই সুযোগটা পান না। কারণ, অন্যান্য দেশে প্রচুর টুর্নামেন্ট আয়োজন হলেও বাংলাদেশের তার পরিমাণ একেবারেই কম।
ব্যাডমিন্টন খেলাকে বাংলাদেশের জনপ্রিয় খেলা বলা যায় কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে। কারণ ব্যাডমিন্টন এখনো বাংলাদেশে মৌসুমী খেলা বলেই পরিচিত। মূলত শীত মৌসুম এলেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়।
তবে প্রায় দুই বছর পর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ব্যাডমিন্টনের আন্তর্জাতিক কোন টুর্নামেন্ট। বাংলাদেশ ওপেনে র‌্যাঙ্কিং নিয়ে অন্য দেশের খেলোয়াড়দের আগ্রহ থাকলেও বাংলাদেশের জন্য যেন অংশ নেওয়াই বড় কথা। এই আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি অনেক আগেই চূড়ান্ত হলেও এর জন্য খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়েছে মাস খানেক আগে।
ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, নেপাল, চীনা তাইপে, মালদ্বীপ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্বাগতিক বাংলাদেশের ৯২ জন শাটলার অংশগ্রহন করছেন এই আসরে।

Leave a Reply