পার্সেল পাঠানোর কাজে ড্রোন

Tweet

Droan perselদৈনন্দিন ডেস্ক:
এক জায়গা থেকে অন্য জায়গায় পার্সেল পাঠানোর কাজে ব্যবহৃত হবে ড্রোন (মনুষ্যবিহীন) বিমান। যুদ্ধক্ষেত্রের ড্রোন এবার ডাক যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহারের কথা ভাবছেন অনলাইনে ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইট অ্যামাজনের প্রধান নির্বাহী পরিচালক জেফ বেজোস।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজন সম্প্রতি ‘অকটোকপ্টার’ নামের মিনিড্রোন বিমান ব্যবহার করেছে গ্রাহকের কাছে মালামাল পৌঁছে দেয়ার জন্য। তিরিশ মিনিটের যেকোনো দূরত্বে ড্রোন দিয়ে মালামাল পৌঁছে দেয়ার আপাত পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে অ্যামাজন।
এ ব্যাপারে বেজোস বলেন, ‘পার্সেল পাঠানোর জন্য ড্রোন ব্যবহারে এর বাড়তি নিরাপত্তা এবং রাষ্ট্রীয় অনুমতির জন্য আমরা অপেক্ষা করছি। তবে আমাদের ইচ্ছে চার থেকে পাঁচ বছরের মধ্যে এই প্রকল্পটি শুরু করা।’
কোম্পানিটির ওয়েবসাইটে পার্সেল পাঠানোয় ড্রোন ব্যবহারের একটা নমুনা ভিডিও আপলোড করা হয়েছে সাধারণের দেখার জন্য। সেখানে একটি মিনিড্রোন হলুদ বালতির মধ্যে কিছু প্যাকেট নিয়ে যাচ্ছে, দেখানো হয়েছে।’
বোজেস সিবিএস টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি আমাদের এই প্রকল্পকে অনেকেই কল্পকাহিনী হিসেবে দেখছেন। কিন্তু আসলে তা নয়। আমরা মাত্র আধা ঘণ্টার মধ্যে মালামাল পৌঁছে দিতে পারবো। আমরা ড্রোন ব্যবহার করে প্রায় পাঁচ পাউন্ড ওজন পর্যন্ত মালামাল পৌঁছে দিতে পারবো। আর এতে করেই আমরা মোট যে পরিমাণ মালামাল পৌঁছে দেই তার ৮৬ শতাংশই পূরণ হয়ে যাবে।’
বেজোসের ভাষ্য মতে, ‘আপনার চারপাশে বড় বড় ট্রাক ঘোরার চেয়ে যদি মাথার উপর মিনিড্রোন কোনো ঝামেলা ছাড়াই মালামাল পৌঁছে দেয় তাহলে কি এটাকে আপনি যুগান্তকারী পদক্ষেপ বলবেন না? মিনিড্রোনগুলো জিপিএস সুবিধার মাধ্যমে গ্রাহকের ঠিকানা মতো মালামাল পৌছে দেবে।’

Leave a Reply