উখিয়ায় সড়কে ব্যারিকেট-সংঘর্ষ, বিজিবির সতর্ক টহল

Tweet

নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল শনিবারে উখিয়ার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেট ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ১০টায় বালুখালী পান বাজারে যানবাহন চলাচল নিয়ে স্থানীয় বিএনপি আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বালুখালী কাস্টমস্ এলাকায় রাস্তায় ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ সড়কের ব্যারিকেট তুলে নেয়।
এদিকে মাগরিবের নামাজের পর ১৮ দলীয় জোটের উদ্যোগে কোটবাজার ষ্টেশন চত্বরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলোত্তর পথসভায় বক্তারা অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তির দাবী জানিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করার আহ্বান জানান। অন্যথায়, আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, সেক্রেটারী সোলতান আহমদ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, শিবিরের উপজেলা সভাপতি মো: আবদুর রহিম।
এছাড়াও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সড়কে ব্যারিকেট সৃষ্টি করার চেষ্টা করলেও বিজিবি সতর্ক অবস্থানে থাকায় তা সম্ভব হয়নি বলে জানা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন মিয়া জানান, পুলিশের সতর্ক অবস্থানের ফলে ছোটখাট বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ধরনের সহিংস কোন ঘটনা ঘটেনি।

Leave a Reply