জেলায় ঘাতক টমটমের দৌরাত্ম্য, বাড়ছে সড়ক দুর্ঘটনা-যানজট

Tweet

আনোয়ার হাসান চৌধুরী:
জেলাব্যাপি ঘাতক টমটমের দৌরাত্ম্য বেড়ে চলেছে। কক্সবাজার শহরে ১ হাজার টমটম লাইন্সেস দেয়ার কথা থাকলেও বর্তমানে প্রায় ৫ হাজার টমটম সড়কে চলাচল করছে। ফলে বাড়ছে, বেপরোয়া চালনা-সড়ক দুর্ঘটনা এবং সীমাহিন যানজট-যন্ত্রনা।
জানা যায়, কক্সবাজার শহরে টমটম দুর্ঘটনায় এক পথচারি প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ঘাতক চালক ও গাড়ি আটক হয়েছে।
জানা গেছে, যাত্রি বোঝাই একটি টমটম ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় হলিডে মোড় দিয়ে যাবার সময় পথচারিকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থল থেকে ওই পথচারিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শওকত আলম (৫৬) শহরের নতুন বাহারছড়া এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র।
উল্লেখ্য যে, নিহত শওকত, কক্সবাজার সোসাইটির সভাপতি ও গণফোরাম কক্সবাজার জেলা সদস্য সচিব কমরেড গিয়াস উদ্দিনের বড় ভাই।

Leave a Reply

https://homemfarmacia.pt/comprar-kaletra-portugal/