জেলায় ১৮ দলের ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন মিছিল-সমাবেশ

Tweet

obrad micil of kajolপ্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন অন্যায় সিদ্ধান্ত কক্সবাজারের মানুষ মেনে নেবে না। যে দেশের সকল পর্যায়ের মানুষ তত্বাবধায়ক সরকারের অধীনে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়। সেখানে জনগণের মতামতকে উপেক্ষা করে বর্তমান সরকার তাদের অধীনে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। তিনি কক্সবাজারের সাধারণ জনগণকে আন্দোলনে পারদর্শী উল্লেখ করে বলেন, নির্দলীয় সরকার ছাড়া এদেশের মানুষ কোন প্রহসনের নির্বাচনে অংশ নেবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দলীয় সরকারের দাবি এদেশের গণ-মানুষের।
তিনি সরকারকে কড়া হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বেগম জিয়ার প্রস্তাবিত নির্দলীয় সরকারের প্রস্তাব মেনে নিন। অন্যথায় শহর থেকে প্রত্যান্ত গ্রামাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলমান এই আন্দোলনকে তীব্র থেকে আরো তীব্র করা হবে। অচল করে দেয়া হবে কক্সবাজারসহ চট্রগ্রামের দক্ষিণাঞ্চলকে।
তিনি বলেন, ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি মহল্লায় মহল্লায় প্রস্তত রয়েছে। যে যেখানেই আছি সেখান থেকেই ঐক্যবদ্ধভাবে এই নব্যবাকশালী সরকার পতনের অহিংস আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
গতকাল ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জনতার উদ্দেশ্যে এমপি কাজল উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সরওয়ার রোমনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার আলম, শহর যুবদল সভাপতি মসউদুর রহমান মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, পৌর সহ-সভাপতি এস্তাফিজুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, জেলা যুবদল নেতা সেলিম রেজা, ধর্ম-বিষয়ক সম্পাদক ফরিদুল আলম, শহর যুবদল সভাপতি মসউদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, শহর যুবদল নেতা হারুনূর রশীদ, আইন কলেজ ছাত্রদল সভাপতি মনির উদ্দিন, শহর ছাত্রদল সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, শহর যুবদল সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী পারভেজ, জেলা যুবদল নেতা নূর উদ্দিন কোম্পানী, আব্দু রহিম বাবুল, যুবদল নেতা কুতুব উদ্দিন, মোস্তাক আহমদ, সিটি কলেজ ছাত্রদল সভাপতি জাহেদুল ইলাম রিটন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান নয়ন, সরকারী কলেজ সাংগঠনিক শাহীনুল কাদের লিমন, সিটি কলেজ সাংগঠনিক ফারুখ আজম, শহর ছাত্রদল সহ-সভাপতি নাজিম উদ্দিন, শাহাদত হোসেন রিপন, আলী রেজা তসলিম, যুগ্ম-সম্পাদক কানন বড়–য়া, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, শহর ছাত্রদল নেতা সাইরুল্লাহ্ রুবেল, আলমগীর সোহেল, খুরুশকুল ইউনিয়ন যুবদল সভাপতি মোহাহের হোসেন,  সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিপু, রফিকুল ইসলাম, শহর যুবদল নেতা, মোহাম্মদ হানিফ, সরওয়ার খান, জাহাঙ্গীর আলম, ওমর ফারুখ, মেজবাহ্ উদ্দিন, শাহীন আলম, মাহামুদুল হক পুতু, মিজান, রাফায়েত হোসেন, মোহাম্মদ সজীব আলী, হাসেম, সাইফুল ইসলাম লিটন, আবছার কামাল, আবদুল বাতেন, ফারুখ, ফয়সাল, ছোটন, ইউসূফ। শহর ছাত্রদল নেতা, মোহাম্মদ উল্লাহ্, মোহাম্মদ মহিউদ্দিন, ইনজামামুল হক, আবু নাসের, সিফাত, নেজাম উদ্দিন, রাসেল, আলমগীর সোহেল, গিয়াস, জুয়েল, সাগর, রিয়াদ মাহ্মুদ মিশু, ফয়সাল, আব্দুর রহমান সোহেল, জয়নাল আবেদীন জয়, এহেছানুল করিম, আব্দুল কাদের, নিয়াজ মোর্শেদ লিটন, তাজুল ইসলাম রাজু, সোহেল, রাশেদুল করিম, জাহেদ হোসেন, ফয়সাল মোশারফ, জুনায়েদ হোসেন, হাকিম, আসাদ, রুবেল প্রমূখ।
১৮ দলীয় জোটের বিবৃতি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার আমীর মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারী জেনারেল জি.এম রহিম উল্লাহ, বাংলাদেশ নেজামে ইসলামী সভাপতি হাফেজ ছালামত উল্লাহ, সাধারণ সম্পাদক মৌলানা ইয়ছিন হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মৌলানা নূরুল আলম আল-মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এল.ডি.পির সভাপতি ছালামত উল্লাহ খাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি আর. এ. এম. ইসমাঈল ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল্লাহ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি-এন.পি.পি সভাপতি মোহাম্মদ ইফতেকার উদ্দিন শিবলী, সাধারণ সম্পাদক জাহেদুল আলম এক যৌথ বিবৃতিতে ঘোষিত তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আহুত টানা অবরোধ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বতস্ফুর্তভাবে সফল করার জন্য জেলাবাসীকে আহবান জানান।
উখিয়ায় ১৮ দলের অবরোধ পালিত:-
কমরুদ্দিন মুকুল, উখিয়া থেকে জানিয়েছেন, বিরোধী দলের ডাকা সারা দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবার উখিয়ায় স্বতস্ফুর্তভাবে অবরোধ পালিত হয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করায় কোন প্রকার যানবাহন চলাচল করেনি। দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও সিএনজি, রিক্সা চলতে দেখা গেছে। তবে স্কুল, কলেজ, মাদরাসা, অফিস, বীমা ও বেসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। অবরোধ চলাকালীন সময়ে বিজিবি, পুলিশের সার্বক্ষণিক উপজেলার বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন মিয়া জানান, কোথাও কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি।
রামুতে ১৮ দলের দ্বীতীয় দিনের অবরোধ:-
আবুল কাশেম, রামু থেকে জানিয়েছেন, বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীর দ্বীতীয় দিন রামুতে ঢিলেঢালা পালিত হয়েছে। গতকাল ২৭ নভেম্বর সকাল থেকে অবরোধ চলাকালে রামু উপজেলার কোন পয়েন্টে ১৮ দলের নেতা-কর্মীদের রাস্তা অবরোধ করতে দেখা যায়নি। অবরোধের কারনে সকাল থেকে দুরপাল্লার কোন যানবাহন মহাসড়কে চলাচল করেনি।
এদিকে রাস্তায় সিএনজি, টমটমসহ ছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অবরোধে রামু উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, জোয়ারিয়ানালার হাসপাতাল গেইট এলাকায় সকাল ১১টার দিকে রামু বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোঃ আবদুস শুকুরসহ জোয়ারিযানালা ইউনিয়ন বিএনপি, যুবদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে কিছুক্ষণ গাড়ির অবরোধ করছেন।
এ সময় নেতা-র্মীদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কবির সওঃ, সাংগঠনিক সম্পাদক শওকত আলম, যুবদল সভাপতি এনাম উল্লাহ, মোহাম্মদ রশিদ, আমিন উল্লাহ, ছাবের আহাম্মদ, শামশুল আলম, আয়াছ মিয়া, হামিদ, ছৈয়দ করিম, আবছার কামাল, হাছান প্রমূখ।
এছাড়া ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বশর বাবু ও সাংগঠনিক সম্পাদক হেমসেল সরওয়ার এর নেতৃত্বে কয়েক জন নেতা-কর্মী সকাল ৯টায় রামু কলেজ গেইট এলাকায় মহাসড়কে গাড়ি অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। এদিকে ছোট যানবাহন চলাচল রামু উপজেলার বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক থাকলেও অবরোধ কর্মসূচীর দ্বীতীয় দিন রামু উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতা-কর্মীসহ কাউকে রাস্তায় দেখা যায়নি। তবে দুপুর ১২টায় যুবদল, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী রামু বাইপাস এলাকায় একটি মিছিল বের করে কিছুক্ষণের মধ্যে সমাপ্ত করে দেয়। অবরোধ চলাকালে রামুর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। আইন শৃংখলা বাহিনীর টহল ছিল স্বাভাবিক।
ঈদগাঁওতে ১৮ দলের অবরোধ কর্মসূচী পালিত:-
জাহাঙ্গীর বাঙ্গালী, ঈদগাঁও থেকে জানিয়েছেন, সদর উপজেলার ঈদগাঁওয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ  কর্মসূচী ২য় দিন পালিত হয়েছে। সকাল থেকে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় রিক্সা ব্যতিত কোন ধরণের মটর যান চলতে দেখা যায়নি। বরাবরের মত অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের লোকজন ছিল তৎপর। সংঘর্ষ ছাড়া অবরোধ কর্মসূচী পালিত হওয়ায় এলাকার শান্তি প্রিয় জনসাধারণ স্বস্থির নিঃশ্বাস ফেলেছে। মটরযান ও এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচীর প্রতি সমর্থন ব্যক্ত করায় ঈদগাঁও এলাকার ১৮ দলীয় নেতা-কর্মীরা তাদের সাধুবাদ জানাতে শুনা যায়।
গর্জনিয়ায় ১৮ দলের বিক্ষোভ মিছিল:-
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানিয়েছেন, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে ২৭ নভেম্বর বিকাল ৩টায় বর্তমান সময়ে ঘোষিত নির্বাচনের তফসিল বাতিল করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারে দাবীতে ১৮ দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গর্জনিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছুরুত আলম চৌধুরী, সাধারন সম্পাদক মাষ্টার শামসুল আলম, ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল, ইউনিয়ন জামায়াত‘র সেক্রেটারী মৌঃ আব্দুর রহিম, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, যুবদল নেতা সরওয়ার, মামুন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি দিদারুল আলম, সাধারন সম্পাদক শহিদুল্লাহ, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হেলাল উদ্দিন, যুবদল নেতা আতা উল্লাহ, নজরুল, জসিম উদ্দিন হেলালী, ছাত্রদল নেতা জয়নাল, ইউনুছ, মিজান প্রমূখ।
অবরোধ সফল করায় জেলাবাসীকে ধন্যবাদ:-
আঠারদলীয় জোট ঘোষিত দশম জাতীয় সংসদের তফসিল বাতিলের দাবি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পূর্ণবহালের দাবিতে জেলাব্যাপী দ্বিতীয় দিন পর্যন্ত অবরোধ কর্মসূচী স্বত:স্ফূর্তভাবে সফল করায় জেলাবাসীসহ আঠারদলীয় জোট নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান,  নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিএম রহীমুল্লাহ।
শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ:-
আঠার দলীয় জোট ঘোষিত টানা ৬০ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে শহর জামায়াত-শিবিরের উদ্যোগে বিভিন্নস্থানে অবরোধ কর্মসূচী পালিত হয়। বাদ জোহর অবরোধের সর্মথনে বিক্ষোভ মিছিল বের হয়।
শহর জামায়াতের অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে¡ মিছিলটি ফায়ার সার্ভিস এলাকা থেকে  শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন, শহর জামায়াতের সহ-সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ ও অফিস সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাহফুজুল করিম, শহর ছাত্রকল্যাণ সম্পাদক তৈয়ব উল্লাহ।
ঈদগাঁও থানা : ঈদগাঁও জামায়াত-শিবিরের উদ্যোগে কক্্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের মেহেরঘোনা ও নতন অফিসে অবরোধ কর্মসূচী পালন করে স্থানীয় জামায়াত শিবির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও শিবির সভাপতি লায়েক বিন ফাজেল, সেক্রেটারি লুৎফুর রহমান, জামায়াতনেতা হেলাল উদ্দিন, আবুল কাসেম ও শিবিরনেতা রেজাউল করিম বাবুসহ প্রমুখ নেতাকর্মীরা।

Leave a Reply