আমীর খসরুর বাসায় পুলিশের তল্লাশি

Tweet

amir kusruদৈনন্দিন ডেস্ক:
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।আমীর খসরুর বাসায় পুলিশের তল্লাশিআমীর খসরু মাহমুদ। বুধবার রাত সাড়ে ৯টায় তার মেহেদীবাগস্থ বাসভবনে এ তল্লাশি চালানো হয়। তবে এসময় আমীর খসরু বাসায় ছিলেন না।
তার প্রেস সচিব মোঃ সেলিম  জানান, তিনি বিকেলেই আকাশপথে ঢাকায় চলে গেছেন।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক কামরুজ্জামান সমকালের কাছে অভিযানের সত্যতা স্বীকার করেন।
নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, “রাত সাড়ে ৯টার দিকে আমীর খসরুর বাসভবন ঘেরাও করে অভিযান চালায় পুলিশ। তিনি বাসায় না থাকায় আশেপাশে তার ভাইয়ের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ।”

Leave a Reply