নির্বাচন অফিসে নাশকতা, পুলিশের গুলি

Tweet

দৈনন্দিন ডেস্ক:
চট্টগ্রাম নগরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নাশকতাকালে দুর্বৃত্তদের লক্ষ্য করে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে।
বুধবার সন্ধ্যায় কোতয়ালি থানার জামালখান রহমতগঞ্জ এলাকায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বিস্ফোরক ভর্তি বোতল নিক্ষেপ করলে আগুন ধরে কার্যালয়ের ফটকের পাশে পুলিশ বসার জন্য রাখা একটি বেঞ্চ পুড়ে যায়।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতরে ডিজেল ও পেট্রলসহ বিভিন্ন বিস্ফোরক ভর্তি একটি বোতল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় জেলা নির্বাচনের অফিসের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় পুলিশ শর্টগানের গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনার সময় জেলা নির্বাচন অফিসসহ আশপাশের এলাকায়ও আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রায় আধাঘণ্টা পর স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী নির্বাচন অফিসের সামনে মিছিল করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।
কোতয়ালি থানার টহল পরিদর্শক (পিআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply