চট্টগ্রামে যুবলীগের কর্মীসভায় গোলাগুলি

Tweet

দৈনন্দিন ডেস্ক:
চট্টগ্রাম মহানগরীর পশ্চিম বাকলিয়া এলাকায় যুবলীগের একটি ওয়ার্ড কমিটির কর্মীসভায় চেয়ার ছোঁড়াছুঁড়ি এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কর্মীসভাটি পন্ড হয়ে গেছে।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সন্ধ্যায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের গণি কলোনির পাশে যুবলীগের কর্মীসভার আয়োজন করা হয়। নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও দেলোয়ার হোসেন খোকা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সন্ধ্যার দিকে ৬-৭টি মিছিল বিভিন্ন শ্লোগান দিয়ে কর্মীসভায় উপস্থিত হয়। প্রতিটি মিছিলে ২০-৩০ জন করে কর্মী ছিল।
মিছিলে নগর আওয়ামী লীগের দু’নেতার নামে পাল্টাপাল্টি শ্লোগান দেয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে সভাস্থলের পেছন দিকে চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু হয়। এসময় দু’রাউন্ড গুলির শব্দও শোনা যায়। ফাঁকা গুলিবর্ষণের পর দর্শক সারিতে উপস্থিত কর্মীরা আতংকে সভাস্থল ছেড়ে যান।
এসময় নগর যুবলীগের নেতারা কর্মীসভা স্থগিতের ঘোষণা দিয়ে সভাস্থল ছেড়ে চলে যান।

Leave a Reply

https://it-frm.com/comprare-emla-cream/