চট্টগ্রাম নগর আ. লীগের নেতৃত্বে মহিউদ্দিন-নাছির
দৈনন্দিন ডেস্ক:
সাত বছর পর কেন্দ্র থেকে ঘোষিত হল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি। নতুন কমিটিতে এবিএম মহিউদ্দিন চৌধুরী পুনরায় সভাপতি হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এসেছেন আ জ ম নাছির উদ্দিন। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটি কত সদস্যের সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।
২০০৬ সালের ২৬ জুন কাউন্সিলের মাধ্যমে মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং কাজী ইনামুল হক দানুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষিত হয়েছিল। ইনামুল হক দানু মারা গেলে ওই পদটি খালি হয়।
মহিউদ্দিন চৌধুরী আগের কমিটিতেও সভাপতি ছাড়াও আগে দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের পরপর তিনবার নির্বাচিত মেয়রও ছিলেন তিনি।
নতুন সাধারণ সম্পাদক নাছির ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন, তবে মহানগর আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না।
ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত নাছির বিসিবির পরিচালক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।